সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
পৌরসভা মেয়র নির্বাচনে নৌকায় ভোট দিন।
আসুন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি। সকল বাধা পেরিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার এইতো সময়। দেশ গড়ার এমন মহতি লগ্ন বাঙ্গালী জাতির কোন দিন ছিল না। দেশের সার্বিক উন্নয়ন; শিক্ষা সংস্কৃতি শিল্প যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী এই বিবর্তনের আপনারাই দাবীকার অংশীদার। আপনাদের সহযোগিতা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হতনা; আপনাদের সমর্থন না থাকলে আজ পদ্মা সেতু নির্মাণের কাজ শূরু করা যেতো না। আপনারাই ক্ষমতার উৎস। আপনারাই গড়বেন আপনার আগামী দিনের নাগরিকদের জন্য একটি সমৃদ্ধশালী উন্নত দেশ। যেখানে মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের জন্য হাহাকার করবে না; যেখানে অশিক্ষার অভিশাপে বিশ্বের শিক্ষিত সমাজে বাঙ্গালী অশিক্ষিত ও মূর্খ বলে ধিক্রিত হবে না।
No comments:
Post a Comment