বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা

A blog of Moktel Hossain Mukthi

Pages

  • Home
  • BANGABANDHU
  • Sheikh Hasina
  • Bangladesh awami league
  • National 4 Leaders
  • My Father
  • বঙ্গবন্ধুর শেষ চিঠি
  • Bangabandhu Bangladesh

Wednesday, January 20, 2010

Tumi আমাদের Pitha

http://muktimusician.wordpress.com/


www.tagged.com/mukthishena71/




January 11, 2010 Posted by muktimusician | 1 | | N

Posted by Unknown at 9:12 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Father of the nation Bangabandhu

Father of the nation Bangabandhu
Sheikh Mujibur Rahman

we mourn

we mourn
www.shomoy71.com

Sheikh Hasina

  • Bangabandhu Porisad
  • Moktel Hossain Mukthi
  • Unknown
  • Unknown
  • Unknown

প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার

২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দ্রব্যমূল্য হ্রাস ও মহামন্দা রোধ, দুনীতি দমন,জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ দিন বদলের সনদ নামে ২৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোর হস্তে দমন করার অঙ্গিকার করা হয়েছে৷ ২০২১ সালকে টার্গেট করে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে৷ এ প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালে অর্থাৎ ৪ বছরের মধ্যে দেশকে পুনরায় খাদ্যে আত্মনির্ভরশীল করা, আগামী ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারত্বের হার ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, আগামী ৫ বছরে দারিদ্র্যের হার কমিয়ে ৪৫ শতাংশ থেকে ২৫-এ নামিয়ে আনা, ৱাতক পর্যন্ত শিক্ষাকে সবার জন্য অবৈতনিক করা, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার দারিদ্র্য বিমোচনের হাতিয়ার-এই শ্লোগানের ভিত্তিতে রচিত এ ইশতেহার ভিশন-২০২১ নতুন প্রজন্মের তরুণ-তরুণী যারা প্রথম ভোটার হয়েছেন তাদেরকে উৎসর্গ করেন৷

ইশতেহারে গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলে উন্নয়ন,গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়৷ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে ক্ষমতার মধ্যে নিয়ে আসা, দ্রব্য মূল্য সন্ত্রাসী সিণ্ডিকেট ভেঙে দেয়া, বিশ্ব-মন্দা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন এবং তথ্য বিশ্লেষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা ইশতেহারে বলা হয়েছে৷

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে৷ আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে ২০ হাজার মেগাওয়াট৷ ৩ বছর মেয়াদি ক্র্যাস প্রোগ্রাম বাস্তবায়ন করে ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট এবং ২০১৫ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে৷ বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করাসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা,সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার, আইনের শাসন ও নাগরিক মৌলিক অধিকার সুনিশ্চিত করা হবে৷ শিক্ষা,বিজ্ঞান, তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ নিশ্চিত করা, নতুন শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা-ব্যবস্থা আধুনিক, ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা এবং ২০১৫ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে৷ ঢাকায় আরেকটি আন্তর্জাতিক বিমান বন্দর,পদ্মা সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক,রেল ও নৌ পথের আধুনিকায়ন করার প্রতিশ্রুতি রয়েছে৷ ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতি সত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও তাদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করা হবে৷ সার্ক, বিমসটেকসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ইসলামিক উম্মাহর সংহতি ও ইসলামি দেশগুলোর সঙ্গে সহযোগিতা উন্নততর করা হবে৷ সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ‘সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে৷

সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে নতুন প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা

Deshratna Blog Search

Facebook Badge

Janonetree Sheikh Hasina

Create Your Badge

X'clusive Videos

Digital Bangladesh

10th Janurary, 1972 the homecoming day of Bangabandhu

Bangladesh Military Academy (BMA) inaugurated by Bangabandhu

Important speech of Bangabandhu

Followers & believers

Subscribe To Deshnetree blog

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

mujib hattyar protishodh

Deshratna Facebook Badge

Sk Hasina Wajed | Create Your Badge

Deshnetree Blog List

  • muktimusician's pictures
    Best Auckland Strippers | Flauntit.co.nz -
    1 day ago
  • Tulip Siddiq
    Summer Newsletter 2023 -
    1 year ago
  • Welcome to Bangabandhu.net : A tribute to The Father of The Nation - Bangabandhu Online Museum
    Thoughts of Bangabondhu ‘Empowering Women’ based on “Amar Dekha Nayachin” - I was privileged to accompany hon’ble President Abdul Hamid (The then Speaker) in 13th Western China international Fair 2012 in Chnegdu. It was my first vi...
    4 years ago
  • Father of Bengali Nation
    ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে এক পয়সার জন্য মামলা অতঃপর বিজয় - ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে এক পয়সার জন্য মামলা অতঃপর বিজয় Moktel Hossain Mukthi·Saturday, July 27, 2019·1 minute৯ Reads কোলকাতা হাওড়ার এক ট্রেনযাত্রী টিকেট ক্...
    5 years ago
  • Blog.co.in-
    Hello world! - Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
    6 years ago
  • MOKTHEL HOSSAIN MUKTHI
    কার নিকট অভিযোগ করবো? - SUPPORT AWAMI LEAGUE, VOTE NOUKA ONCE AGAIN HideAdd to Timeline এস এম শান্ত হাসান is with Faruk Khan. June 9, 2017 · কার নিকট অভিযোগ করবো? কয়টা করবো? কত...
    7 years ago
  • THE WAR CRIMINALS & KHALEDA ZIA
    জননেতা শহীদ আহসানউল্লাহ মাস্টার সংক্ষিপ্ত জীবনীঃ - [image: Image may contain: Md Zahid Ahsan Russel, smiling] জননেতা শহীদ আহসানউল্লাহ মাস্টার সংক্ষিপ্ত জীবনীঃ জননেতা শহীদ আহসানউল্লাহ মাস্টার শ্রদ্ধাঞ্জলি...
    7 years ago
  • Sheikh Hasina
    মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় সমীপে মুক্তির খোলা চিঠিঃ - মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয় সমীপে মুক্তির খোলা চিঠিঃ মহোদয়, যথাযোগ্য মর্যাদা ও সন্মান পুরঃসর বিনীত নিবেদন এই যে, আমি জন্মসূত্রে একজন বাংলাদেশি জাতীয় কন্...
    7 years ago
  • Tragedy of 15 August 1975
    "তালিকা বাড়ার পেছনে প্রথমত দায়ী অসত মুক্তিযোদ্ধারাই" - "তালিকা বাড়ার পেছনে প্রথমত দায়ী অসত মুক্তিযোদ্ধারাই" সালেক খোকন মেঘনা নদীর পাড়ে গৌরিপুর গ্রাম। নরসিংদীর রায়পুর উপজেলার এ গ্রামেই জন্ম ইউনুছের। বাবা নাজির ...
    7 years ago
  • একাত্তুরের মুক্তিসেনা
    মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ - come to mukthi and learn the truth মাননীয় প্রধানমন্ত্রীকেমুক্তির খোলা চিঠিঃ মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশেষ্য বিশেষন দিয়ে তোষামোদি করতে জানিনা। তাই সরাসরি...
    8 years ago
  • THE WAR CRIMINALS IN BANGLADESH
    মাননীয় প্রধানমন্ত্রী - মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশেষ্য বিশেষন দিয়ে তোষামোদি করতে জানিনা। তাই সরাসরি আমার কিছু না বলা কথা এবং কিছু হতভাগা মুক্তিযোদ্ধাদের করুন ইতিহাস আপনার সদয় ...
    8 years ago
  • MUSIC WORLD
    মাননীয় প্রধানমন্ত্রী to the honorable prime minister sheikh hasina - মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশেষ্য বিশেষন দিয়ে তোষামোদি করতে জানিনা। তাই সরাসরি আমার কিছু না বলা কথা এবং কিছু হতভাগা মুক্তিযোদ্ধাদের করুন ইতিহাস আপনার সদয়...
    8 years ago
  • আমি যুদ্ধ দেখেছি
    শেখ হাসিনার বৈশ্বিক নেতৃত্ব - শেখ হাসিনার বৈশ্বিক নেতৃত্ব বিশ্বশান্তি ও উন্নয়ন প্রসঙ্গ ‘দেশ ও বিশ্বপরিম-লে শেখ হাসিনা আজ গণতন্ত্র, উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তির প্রতীক। তারই নেতৃত্বে বাং...
    8 years ago
  • Amra Madaripuri
    আমি বেঁচে থাকতে এদেশকে নিয়ে কাউকে খেলতে দেবো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আমি বেঁচে থাকতে এদেশকে নিয়ে কাউকে খেলতে দেবো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে কোন জঙ্গি সন্ত্রাসের স্থান নেই। এদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্র...
    9 years ago
  • Deshratna Sheikh Hasina
    উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের ২ বছর - গনতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি এ দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গনতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখতে একটি...
    9 years ago
  • MAMMOTH TAREQ NAMA
    Genocide Bangladesh 1971 -
    9 years ago
  • Uploads by Deshnetree
    নেতার নেতা শেখ মুজিব - নেতার নেতা শেখ মুজিব Moktel H. Mukthi Freedom Fighter, Singer, Blogger, Music Teacher & Founding President of Maldives Awami League would like to explore...
    9 years ago
  • The Crime and the Criminals
    tetet - etetete
    10 years ago
  • The Princess
    Shahifa on the MOON -
    11 years ago
  • জাতিরজনক বঙ্গবন্ধু
    Bangabandhu Bangladesh - Probir Sikdar মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়বোই গড়বো Probir Sikdar আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ দেখতে চাই এখন দায় তাঁদ...
    12 years ago
  • DIGITAL BANGLADESH
    Khaleda Zia’s statement: A new type of Govt. What is that? - Khaleda Zia’s statement: A new type of Govt. Description: Khaleda’s statement that she will form a new type of government if voted to power. Perhaps a lot ...
    12 years ago
  • LONG LIVE BANGLADESH AND AWAMI LEAGUE
    - *নেদারল্যান্ডে “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে”র সামনে বিশাল মানববন্ধনে ইউরোপের ১৬টি দেশের শত শত প্রবাসী বাঙ্গালীদের যোগদান* মোস্তফা জামান, হল্যান্ড (শনি...
    13 years ago
  • Bangladesh Awami League
    Masterminds of ‘75 killings, Aug 21 attack the same : Advocate Shahara Khatun - Home affairs minister Advocate Sahara Khatun said that the masterminds of the killing of Bangabandhu in 1975, the grenade attack on Prime Minister Shei...
    13 years ago
  • The Razakaars
    Masterminds of ‘75 killings, Aug 21 attack the same : Advocate Shahara Khatun, Minister for Home Affairs - Masterminds of ‘75 killings, Aug 21 attack the same : Advocate Shahara Khatun, Minister for Home Affairs 15-August-1975 Home affairs minister Advocate Saha...
    13 years ago
  • The Father of Bengali Nation
    শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে: আওয়ামী লীগ - শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে: আওয়ামী লীগ by Bangabandhu Parisod শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে: আওয়ামী লীগ এ দেশে যুদ্ধাপরাধীদের বিচ...
    13 years ago
  • SHUARER BACHCHA MATIUR RAHMAN NIZAMI
    -
    14 years ago
  • TABIB IQBAL KHAN (NIRAB)
    Mango on the Bamboo trees -
    14 years ago
  • বাংলাদেশ-১৯৭১
    মুক্তিযুদ্ধের ইতিহাস - মুহম্মদ জাফর ইকবাল -
    16 years ago
  • Home - FATHER OF BENGALEE NATION
    -
  • War Criminal SA QA Choudhury
    -
  • বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী - Home
    -
  • Sajeeb Wazed
    -
  • Bangabandhu
    -
  • muktimusician's Xanga
    -
  • COC Charter Of Change - COC Home
    -
  • mukthi on Xanga
    -
  • MUKTISHENA71
    -
  • SheikhHasina.com
    -
  • Home - Moktel Hossain Mukthi
    -
  • Deshratna Sheikh Hasina - Home
    -

Deen badholer gaan

Ref: masumAL

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন।আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে।

আজ বাংলার মানুষ মুক্তি চায়-তারা বাঁচতে চায়।তারা অধিকার পেতে চায়।নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন শাসনতন্ত্র রচনার জন্য। আশা ছিল জাতীয় পরিষদ বসবে, আমরা শাসনতন্ত্র তৈরী করবো এবং এই শাসনতন্ত্রে মানুষ তাদের অর্থনৈতিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। কিন্ত ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের মুমুর্ষু আর্তনাদের ইতিহাস, রক্ত দানের করুণ ইতিহাস।নির্যাতিত মানুষের কান্নার ইতিহাস

১৯৫২ সালে আমরা রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয় লাভ করেও ক্ষমতায় বসতে পারিনি।১৯৫৮ সালে দেশে সামরিক শাসন জারি করে আইয়ুব খান দশ বছর আমাদের গোলাম করে রাখলো।১৯৬৬ সালে ৬-দফা দেয়া হলো এবং এর পর এ অপরাধে আমার বহু ভাইকে হত্যা করা হলো।১৯৬৯ সালেগণ-আন্দোলনের মুখে আইয়ুবের পতনের পর ইয়াহিয়া খান এলেন। তিনিবলেলেন, তিনি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন, শাসনতন্ত্র দেবেন,আমরা মেনে নিলাম

তার পরের ঘটনা সকলেই জানেন। ইয়াহিয়া খানের সংগে আলোচনা হলো-আমরা তাকে ১৫ ইং ফেব্রুয়ারী জাতীয় পরিষদের অধিবেশন ডাকার অনুরোধ করলাম। কিন্তু 'মেজরিটি' পার্টির নেতা হওয়া সত্ত্বেও তিনি আমার কথা শুনলেন না। শুনলেন সংখ্যালঘুদলের ভুট্টো সাহেবের কথা।আমি শুধু বাংলার মেজরিটি পার্টির নেতা নই, সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা। ভুট্টো সাহেব বললেন, মার্চের প্রথম সপ্তাহে অধিবেশন ডাকতে, তিনি মার্চের ৩ তারিখে অধিবেশন ডাকলেন আমি বললাম, তবুও আমরা জাতীয় পরিষদের অধিবেশনে যাব এবং সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্বেও কেউ যদি ন্যায্য কথা বলে আমরা তা মেনে নেব, এমনকি তিনি যদি একজনও হ'ন জনাব ভুট্টো ঢাকা এসেছিলেন। তাঁর সঙ্গে আলোচনা হলো। ভুট্টো সাহেব বলে গেছেন আলোচনার দরজা বন্ধ নয়; আরো আলোচনা হবে।মওলানা নুরানী ও মুফতি মাহুমুদ সহ পশ্চিম পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারী নেতা এলেন, তাদের সঙ্গে আলোচনা হলো- উদ্দেশ্য ছিলো আলাপ-আলোচনা করে শাসনতন্ত্র রচনা করবো।তবে তাদের আমি জানিয়ে দিয়েছি ৬-দফা পরিবর্তনের কোন অধিকার আমার নেই,এটা জনগণের সম্পদ কিন্তু ভুট্টো হুমকি দিলেন।তিনি বললেন, এখানে এসে'ডবল জিম্মী' হতে পারবেন না। পরিষদ কসাই খানায় পরিণত হবে। তিনি পশ্চিম পাকিস্তানী সদস্যদের প্রতি হুমকি দিলেন যে, পরিষদের অধিবেশনে যোগ দিলে রক্তপাত করা হবে, তাদের মাথা ভেঙে দেয়া হবে।হত্যা করা হবে। আন্দোলন শুরু হবে পেশোয়ার থেকে করাচী পর্যন্ত। একটি দোকানও খুলতে দেয়া হবেনা তা সত্বেও পয়ত্রিশজন পশ্চিম পাকিস্তানী সদস্য এলেন।

কিন্ত পয়লা মার্চ ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন বন্ধ করে দিলেন। দোষ দেয়া হলো, বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে, বলা হলো আমার অনমনীয় মনোভাবের জন্যই কিছু হয়নি এরপর বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো।আমি শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবার জন্য হরতাল ডাকলাম। জনগণ আপন ইচ্ছায় পথে নেমে এলো কিন্তু কি পেলাম আমরা? বাংলার নিরস্ত্র জনগণের উপর অস্ত্র ব্যবহার করাহলো। আমাদের হাতে অস্ত্র নেই। কিন্তু আমরা পয়সা দিয়ে যে অস্ত্র কিনে দিয়েছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্যে, আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার নিরীহ মানুষদের হত্যা করার জন্য। আমার দুঃখী জনতার উপর চলছে গুলী আমরা বাংলার সংখ্যাগরিষ্ঠমানুষ যখনই দেশের শাসনভার গ্রহণ করতেচে য়েছি, তখনই ষড়যন্ত্র চলেছে-আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে ইয়াহিয়া খান বলেছেন, আমি নাকি ১০ই মার্চ তারিখে গোলটেবিল বৈঠকে যোগদান করতে চেয়েছি,তাঁর সাথে টেলিফোন আমার আলাপ হয়েছে। আমি তাঁকে বলেছি আপনি দেশের প্রেসিডেণ্ট, ঢাকায় আসুন দেখুন আমার গরীব জনসাধারণকে কি ভাবে হত্যা করা হয়েছে, আমার মায়ের কোল খালি করা হয়েছে আমি আগেই বলে দিয়েছিকোন গোলটেবিল বৈঠক হবেনা। কিসের গোল টেবিল বৈঠক? কার গোল টেবিল বৈঠক? যারা আমার মা'বোনের কোল শূন্য করেছে তাদের সাথে বসবো আমি গোল টেবিল বৈঠকে ?

তেসরা তারিখে পল্টনে আমি অসহযোগের আহবান জানালাম। বললাম, অফিস-আদালত,খাজনা-ট্যাক্স বন্ধ করুন।আপনারা মেনে নিলেন।

হঠাৎ আমার সঙ্গে বাআমাদের সঙ্গে আলোচনা না করে একজনের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠকের পর ইয়াহিয়া খান যে বক্তৃতা করেছেন, তাতে সমস্ত দোষ আমার ওবাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। দোষ করলেন ভুট্টো- কিন্তু গুলী করে মারা হলো আমার বাংলার মানুষকে। আমরা গুলী খাই, দোষ আমাদের-আমরা বুলেট খাই, দোষ আমাদের ইয়াহিয়া সাহেব অধিবেশন ডেকেছেন। কিন্ত আমার দাবী সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, হত্যার তদন্ত করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো পরিষদে বসবো কি বসনো না। এ দাবী মানার আগে পরিষদে বসার কোন প্রশ্নই ওঠে না, জনগণ আমাকে সে অধিকার দেয়নি। রক্তের দাগ এখনো শুকায়নি, শহীদদের রক্ত মাড়িয়ে ২৫ তারিখে পরিষদে যোগ দিতে যাব না ভাইয়েরা, আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধান মন্ত্রীত্ব চাইনা, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি, ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে নিতে পারেনি। আপনারা রক্তদিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো; মনে আছে?

আজো আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত আমি বলে দিতে চাই, আজ থেকে কোর্ট-কাচারী,হাইকোর্ট, সুপ্রীম কোর্ট,অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সমুহ অনির্দিষ্ট-কালের জন্য বন্ধ থাকবে। কোন কর্মচারী অফিস যাবেন না। এ আমার নির্দেশ: গরীবের যাতে কষ্ট না হয়তার জন্য রিক্সা চলবে, ট্রেন চলবে আর সব চলবে ট্রেন চলবে- তবে সেনা বাহিনী আনা-নেয়াকরা যাবে না। করলে যদি কোন দূর্ঘটনা ঘটে তার জন্য আমি দায়ী থাকবোনা সেক্রেটারীয়েট, সুপ্রীম কোর্ট, হাইকোর্ট জজকোর্টসহ সরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বন্ধ থাকবে।শুধু পূর্ব বাংলার আদান-প্রদানের ব্যাঙ্কগুলো দু-ঘন্টার জন্য খোলা থাকবে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে টাকা যেতে পারবেন না। টেলিগ্রাফ, টেলিফোন বাংলাদেশের মধ্যে চালু থাকবে। তবে, সাংবাদিকরা বহির্বিশ্বে সংবাদ পাঠাতে পারবেন এদেশের মানুষকে খতম করা হচ্ছে, বুঝে শুনে চলবেন। দরকার হলে সমস্ত চাকা বন্ধ করে দেয়া হবে আপনারা নির্ধারিত সময়ে বেতন নিয়ে আসবেন। যদি একটিও গুলী চলে তাহলে বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে তুলবেন। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রাস্তা ঘাট বন্ধ করে দিতে হবে। আমরা তাদের ভাতে মারবো-পানিতে মারবো।হুকুম দিবার জন্য আমি যদিনা থাকি, আমার সহকর্মীরা যদি না থাকেন, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

তোমরা আমার ভাই,তোমরা ব্যারাকে থাকো,কেউ কিছু বলবেনা। গুলী চালালে আর ভাল হবে না।সাত কোটি মানুষকে আর দাবীয়ে রাখতে পারবা না।বাঙ্গালী মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবেনা শহীদদের ও আহতদের পরিবারের জন্য আওয়ামীলীগ সাহায্যে কমিটি করেছে। আমরা সাহায্যের চেষ্টা করবো। আপনারা যেযা পারেন দিয়ে যাবেন সাত দিনের হরতালে যে সবশ্রমিক অংশ গ্রহণ করেছেন, কারফিউর জন্য কাজ করতে পারেননি-শিল্পমালিকরা তাদের পুরো বেতন দিয়ে দেবেন সরকারী কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। কাউকে যেন অফিসে দেখা না যায়। এ দেশের মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা-ট্যাক্স বন্ধ থাকবে।আপনারা আমার উপর ছেড়ে দেন, আন্দোলন কিভাবে করতে হয় আমি জানি।

কিন্তু হুঁশিয়ার, একটা কথামনে রাখবেন, আমাদের মধ্যে শত্রু ঢুকেছে, ছদ্মবেশে তারা আত্মকহলের সৃষ্টিকরতে চায়।বাঙ্গালী-অবাঙ্গালী, হিন্দু-মুসলমান সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র যদি আমাদের আন্দোলনের খবর প্রচার নাকরে তবে কোন বাঙ্গালী রেডিও এবং টেলিভিশনে যাবেন না শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে পারলে ভাই ভাই হিসাবে বাস করার সম্ভাবনা আছে, তা না হলে নেই।বাড়াবাড়ি করবেন না, মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যেতে পারে প্রস্তুত থাকবেন, ঠাণ্ডা হলেcচলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন।আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। শৃংখলা বজায় রাখুন। শৃংখলা ছাড়াকোন জাতি সংগ্রামে জয়লাভ করতে পারে না

আমার অনুরোধ প্রত্যেক গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলুন।হাতে যা আছে তাই নিয়েপ্রস্তুত থাকুন। রক্ত যখনদিয়েছি, রক্ত আরও দেবো।এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ

এবারের সংগ্রাম, মুক্তিরসংগ্রাম, এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম

জয় বাংলা

http://bangabandhuporisad.webs.com

http://bangladeshawamileague.webs.com

বীর মুক্তিযোদ্ধা মোকতেল হোসেন মুক্তির একটি ব্লগ. Awesome Inc. theme. Theme images by molotovcoketail. Powered by Blogger.